সিরিয়ালের মাধ্যমে সমাজকে একটা ভালো সন্দেশ দেওয়া উচিত। " খড়কুটো" সেরিয়ালটি অন্যান্য সিরিয়ালের থেকে অনেকটাই আলাদা ছিল, একটা সুন্দর একান্নবর্তী পরিবার যার ভিত্তি পরস্পরের প্রতি অসীম ভালোবাসা, বিশ্বাস, ভরসা। বিনা ভিলেনের একটা সিরিয়াল ছিল।
কিন্তু আর ভারসাম্য বজায় রাখতে পারলো না। তিন্নি ভিলেন কে নিয়ে এলো। পুরো তেরটা বাজিয়ে দিলো। বাবিনের চরিত্রটা নড়বড়ে, মেরুদন্ডহীন। কি যে সিরিয়ালের ডিরেকশন!!!! মাঝ রাতে চলে গেল তিন্নি ভিলেনের কাছে। ছিঃ....... তাও যদি তিন্নি ভিলেনকে বাবিনের প্রেমিকা দেখানো হতো, তাহলে তাও বোধগম্য হতো। কেন একটা সুন্দর, সুস্থ দিক সমাজের সামনেধরতে পারতো।
আদিল সিরিয়ালে এসেছিলোই বা কেন?