আমি রাবন সিনেমাটা আজ দেখলাম, দেখার কথা ছিল হলে গিয়ে রিলিজ হবার দিন, কিন্তু কোনো কারণ বশত যাওয়া হইনি, তারপর সরস্বতী পুজোর দিন জলসা মুভিজ এ দিয়েছিল, সেদিন ও দেখা হইনি পুজোর জন্য, তারপর আজ ofilmywap থেকে ডাউনলোড করে দেখলাম, মুভি টা অসাধারন লেগেছে, গল্পঃ টা সত্যি দারুন, যদিও বাস্তব, তবু বলবো অনেকদিন বহুদিন পর আবার সেই একটা ভালো মাত্রার ছবি দেখলাম।। জিৎ দার আমি ছোটো থেকেই ফ্যান।। জিৎ দার সিনেমা গুলো কোথায় যেনো এক ঘেয়ে হলে যাচ্ছিল, কিন্তু লাস্ট অসুর cinemata খুব ভালো লেগেছিলো তারপর এইটা।। যাই হোক আগামী দিনে এরকম মুভি দেখতে চাই।।। আরো ভালো ভালো গল্পঃ নিয়ে হাজির হল।।আর এগিয়ে যাক বাংলা industry।। Dialogue টা অসাধারণ "রাবণ খমা করে দিতে শিকলে রামায়ণ আবার নতুন করে লিখতে হবে" 🔥🔥🔥🔥 সব শেষে একটা কথা বলবো যেমনি ছিল একশন, তেমনি রোমান্সে, তেমনি ফ্যমিলি মাসআলা❤️❤️❤️❤️ ২রকম চরিত্রে দেখায় খুব ভালো লাগছিল, রাবন look tao awesome।।gaan gulo bes valo