সান্তানু কে গান ছেড়ে অভিনয় জগতে পা রাখার পরামর্শ দিচ্ছি । সা রে গা মা পা এতো বছরের সম্মান এবারে মাটিতে মিসে যাচ্ছে । কোথাও যেন মনে হচ্ছে পক্ষপাতিত্ব হচ্ছে । সবাই কে সমান সম্মান দেওয়া হচ্ছে না । নোবেল কে দিয়ে একটা কুমার সানুর সফট রোমান্টিক গাওয়ানো হচ্ছে না কেন ? আমরা ঐ একঘেয়ে মেটালিক ভয়েস শুনতে শুনতে বিরক্ত হয়ে যাচ্ছি । আর শান্তানুর বাড়াবাড়ি টা ( পাকামি ) একটু কম হলে ভালো হয় । ওনাকে মনে করিয়ে দেওয়া প্রয়োজন যে মানুষ ওনাকে এই সা রে গা মা পা র দৌলতেই যে টুকু যা চেনে অন্যথায় বিশেষ কিছু নয় । অবশ্য শুধু শান্তানু বাবু কে দোষ দিয়ে লাভ নেই । এই সব ক্ষেত্রে প্রচুর টাকার স্পন্সর সহ আরও অন্য ব্যাপার থাকে । কে বলতে পারে শান্তানু বাবু এখানে একজন কাঠ পুতলি নন ।