আমি পরমেশ্বরীর এখনকার ওর উদ্দেশ্য বুঝতে পারছি না। বেশি ভালো মানুষি দেখাচ্ছে । কিন্তু আসল উদ্দেশ্য অন্য । অভিমন্যু যেই অনন্যা র কাছে গেল , পরমেশ্বরীর আসল রূপ ধারণ করেছে। সব থেকে জঘন্য কতটুকু ছোটো বাচ্চা দুধের শিশু তাকে ছেড়ে বেরিয়ে যায়,অন্যর কাছে বাচ্চাটা দিয়ে যায়। মা কে মা হতে হয় । মায়ের দুধের বিকল্প নেই ।এই ম্যসেজ টা দিতে হয়। অনন্যা কে দেখার অনেক লোক আছে । কিন্তু অত ছোট বাচ্চা কে মায়ের বুকের দুধের দেওয়া র কেউ নেই। অশিক্ষিত , অশিক্ষিত ই হয়।