অ্যামাজন অভিযান নিয়ে কেউ বিভ্রান্ত হবে না।সমাজের কিছু অবাঞ্চিত পাবলিক (অন্য হিরোর ফ্যান /পাশের বাড়ির কাকু কে বাবা বলে ডাকে)অ্যামাজন অভিযান নিয়ে ইচ্ছে করে নেগেটিভ রিভিও দিচ্ছে ও খারাপ বলছে।তারা এগুলো করছে নিম্নলিখিত কতগুলি কারনের জন্য...
১)তারা অন্য হিরোর ফ্যান তাই অন্য হিরোর থেকে টলিউডে পরে আসা হিরো "দেব"এর এমন সুন্দর সিনেমা সাকসেস কিছুতেই মনথেকে মানতে পারছে না।
২)এমন বড়ো ক্যানভাসের ছবি,তাঁর আবার মুক্তির আগে থেকেই রেকর্ড করেই চলেছে সেটাতে প্রধান অভিনেতা হল দেব, আর তারাই সারা বছর অকারনে দেব এর নামে ট্রোল করে এসেছে তাই কিছুতেই চাইনা অ্যামাজন অভিযান সাফল্য পাক।
আর এবার বলতে পারো তারা যদি দেব হেটার্স হবে সিনেমা দেখতে গিয়েছিল কেন?---গিয়েছিল কারন সবাই জানে এই সিনেমাতে অসাধারন কিছু থাকবে যা আগে কখনো বাংলা ছবিতে হইনি সেই জন্য তাঁদের উদ্দেশ্য এটাই ছিল যে প্রথম দিনেই যাব সিনেমা দেখতে আর এসে খারাপ রিভিও দেব।
আর আমার অনুরোধ সবাই ছবিটা দেখতে যাও মিস করোনা এমন ছবি, তারপর দেখে এসে নিজে বিচার কর কেমন?
সাপোর্ট করো বাংলা ছবি কে, তাহলে আরও ভালো ভালো এরকম কিছু দেখতে পাবে।জয় অ্যামাজন অভিযান এর জয়।
বিঃদ্রিঃ-তবে সিনেমা দেখতে যাওয়ার আগে মাথাই রাখবেন এটা ২৫ কোটি বাজেটের সিনেমা ১৫০ কোটি বা ২০০ কোটি নই সুতরাং গ্রাফিক্স বেশি বাজেট ছবির মতো কখনই হবে না।আর ২৫০ কোটি বাজেটের বাহুবলী ২ ও কিন্তু গ্রাফিক্স নিয়ে সমালোচিত হয়েছিল মুক্তির সময়।