বেশিরভাগ বইপোকার প্রিয় লেখকের তালিকায় হুমায়ুন আহমেদ থাকবে, নিশ্চিত ৷মিসির আলি, হিমু, তার অনন্য সৃষ্টি। মিসির আলিকে নিয়ে তার লেখা প্রথম উপন্যাস দেবী।
যাই হোক, এবার সিনেমায় আসা যাক। পরিচালকের প্রশংসা করতেই হয়। অনম বিশ্বাস তার প্রথম সিনেমাতেই বাজিমাত করেছেন। জয়া আহসান আর চঞ্চল চৌধুরী সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। শবনম ফারিয়ার অভিনয়ও নজর কেড়েছে। অনিমেষ আইচ, পরিচালনার বাইরে এবার বেশ সাবলীল অভিনয় করেছেন। অসাধারণ সিনেমাটোগ্রাফি।
তবে, যারা দেবী উপন্যাস পড়েছেন, তাদের কাছে সিনেমা ভালো নাও লাগতে পারে।১৬ বছরের রানুর জায়গায়, আমিও জয়াকে মানতে পারিনি।আসলে,একেক পাঠকের কাছে একেক উপন্যাস একেক দৃষ্টিতে দেখা। গল্পে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। সিনেমা দেখার সময় তাই, মূল উপন্যাসকে বাইরে রেখে দেখলে তা আরো উপভোগ্য হবে।