একঘেয়েমি টা বন্ধ করুন।মানুষের ধৈর্য্যের সীমা থাকে,একটা সাধারণ ঘটনা দেখাতে আপনাদের এক মাস লেগে যাচ্ছে।একটা দৃশ্য পরপর দেখান,সেটাকে এক জায়গায় থামিয়ে রাখবেন না।নতুবা সিরিয়ালটি দেখা বন্ধ করে দিতে বাধ্য হবো।একটা সাধারণ বিষয় ফালতু কথোপকথন দয়া করে বন্ধ করুন।