আচ্ছা নিউ নর্মাল এই পৃথিবীতে মানুষ কেমন আছে? ধরুন ছোটবেলায় যে কাকুর রিক্সা চেপে আপনি স্কুলে যেতেন, কিংবা ছুটির সময় যে কাকুর থেকে আইসক্রিম কেনার জন্য মায়ের কাছে অবাধ্য বায়না জুড়তেন, অথবা আলোর থেকে জোরে ছোটার বয়সে ঠেক জমানো সেই চায়ের কাকুর দোকানটা! এইরকম মানুষগুলোর পাশে দাঁড়ানো একটি মেয়েকে দেখলাম সিনেমার রুপোলি পর্দায়। গত ছ মাসে ওটিটিতে সিরিজ দেখে বড্ড বিরক্ত লাগে এখন একটানা দু ঘন্টা ছবি দেখতে, কিন্তু বিশ্বাস করুন দু ঘন্টা জাস্ট কেটে গেলো। কোয়েল মল্লিককে ছাড়া সত্যি স্বর্ণজা হতো না। ঋতব্রতর অভিনয়ও বেশ ভালো। দুগ্গা দুগ্গা বলে একবার ছবিটি দেখে আসতে পারেন, কথা দিলাম ভালো লাগবে।
পুনশ্চ- যারা দেবদীপের গানের ভক্ত তাদের জন্য ছবির শেষে একটি সারপ্রাইজ আছে ,হলে গেলে শুনতে পারবেন। Soukarya দা এরকম মেদবিহীন ছবি আরো চাই কিন্তু💜