"চিকেন চাওমিন" এর সাথে "চিলি ফিশ" যেমন যায় না তেমনই "২২ এ শ্রাবণ" এর সাথে এই সিনেমা টা যায় না। আর চিকেন আর ফিশ যখন আছে তখন আর ডিমটাও বাদ যাবে কেন? গল্পটি ঠিক এরকমই।
খুবই সরল একটা গল্পকে জোর করে পেঁচিয়ে পেঁচিয়ে বড় করা হয়েছে। এবং শেষ পর্যন্ত যতটুকু টুইস্ট দেওয়া সম্ভব ততটুকু দিয়ে এক খিচুড়ি বানানো হয়েছে। গল্পের প্রথম থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছে কিন্তু সেটা হয়নি, সবাই অপেক্ষা করে বসে থাকে গল্পের ক্লাইম্যাক্স এর জন্য।
যদিও "ভালো" দিক বলতে location, কিছু কিছু shots বেশ ভালো। Climax এ পরমব্রত অনির্বাণকে বহুগুণে ছাপিয়ে গেছে। এর জন্যই 2 🌟 দিলাম।
আর "খারাপ" দিক বলতে চিকেন, ফিশ আর ডিমের খেলায় বিরিয়ানি "আবির" কে যেমন জোর করেই ঢোকানো হয়ছে তেমনই জোর করেই বের করে দেওয়া হয়েছে। সিনেমার উদ্দেশ্য বা আসল মেসেজ টা এতো twist এর মাঝে হারিয়ে গেছে। প্রথম দিকে background music খাপে খাপে বসলেও শেষে খেই হারিয়ে ফেলেছে। আর overall ২২ শে শ্রাবণ এর গল্প টার পুরো মা মাসিমা এক করে দেওয়া হয়েছে।