আমার পড়া শেরা বই । প্রতেকটা প্রশ্নের উত্তর এত সুন্দর আর যুক্তি দিয়ে দিছে যা সত্যিই প্রশংসা করার মতই।প্যারাডোক্সিকার সাজিদ পরে অনেক কিছুই জানতে আর বুঝতে পারছি।জিবনে একবার হলেও সবাই এই বইটা পরা উচিত। specially নাস্তিকদের।প্যারাডোক্সিকাল সাজিদের ইংরেজি অনুবাদ করে তা বাইরেও প্রচার করা দরকার।এমন বই আরও চাই।