অসাধারণ, অনবদ্য একটি সিনেমা। প্রথম বার এই সিনেমার পোস্টার দেখার পর থেকে ভীষণ ভাবে উত্তেজনা ছিল সিনেমাটা দেখার। অনেক প্রত্যাশা ছিল অপরাজিত নিয়ে, কিন্তু প্রত্যাশার থেকে অনেক অনেক বেশি পেয়েছি। এক কথায় সার্থকনামা সিনেমা। প্রত্যেকের অভিনয় এবং পরিচালনা দুধর্ষ। চন্দ্রাশিস রায়ের ভয়েস ডাবিংও নির্দ্বিধায় প্রশংসার দাবি রাখে। আমার জীবনে দেখা অন্যতম সেরা সিনেমা হয়ে থাকবে অপরাজিত।