অসাধারন সিনেমা! বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর লেখায় বাংলার গ্রাম-প্রকৃতির যে বিস্ময়কর সুন্দর বর্ণনা সেটা যে এভাবে সিনেমাতে কেউ ফুটিয়ে তুলতে পারে এই সিনেমা দেখার আগে সেটা ভাবতেই পারিনি।
ছোট ছোট মানুষদের মনের আবেগ ও তার ভাবপ্রকাশ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যে মুন্সিয়ানার সাথে প্রকাশ করে গেছেন সেটাও খুবই বিস্তারিতভাবে উঠে এসেছে এই সিনেমায়! সত্যিই দারুন সিনেমা!