আমি কিশোর গেরিলা লড়েছি। মুক্তিযুদ্ধ আমার অন্তর্গত। তবে পাকি অধিকৃত দেশের ভেতরে বাস করা মানুষের গল্প প্রতি জায়গায় প্রতিক্ষন শুনি। এখন এমনকি যাদের তখন জন্মই হয়নি তাদের মুখে অতি উৎসাহের অফুরন্ত গল্প গুলো শুনতেই হয়।
জনপ্রিয় কথাকারের গ্রন্থনায় তা তেমনি সার্ব জনীন হয়ে ধরা দিয়েছে।
সাহিত্যও ইতিহাস। তবে নিরপেক্ষ নয়।