পেশা আলাদা হলেও 7 জন ব্যাচেলর ছেলে একই রুমে মিলেমিশে থাকত। খেলার ছলেই Ouija Board এর মাধ্যমে অনামিকা নামে আত্মার সঙ্গে কথা বলে...তারপর থেকে তাদের সঙ্গে যা যা ঘটলো তা বেশ মজার। সাসপেন্স, কমেডির সঙ্গে হরর মিশে গল্পের রূপটাই বদলে দিয়েছে। পরের পর্ব আসছে....