রায়হান রাফি পরিচালিত ফরিদুর রেজা সাগর এর লেখা চিত্রনাট্য নিয়ে স্বাধীন বাংলা ফুটবল দলের অনুপ্রেরণায় নির্মিত স্পোর্টস মুভি দামাল। বাংলাদেশের প্রেক্ষাপটে হিন্দি, তামিল ভাষার স্পোর্টস মুভির সাথে হয়ত মেকিং নিয়ে তুলনা করা উচিত হবে না। কম বাজেটে নির্মিত ছবির ঘটনাপ্রবাহ আমাদের মুক্তিযুদ্ধের গৌরবময় ঘটনাকে মনে করিয়ে দেয়। বর্তমান প্রজন্ম এটাকে স্লো মুভি বলতে পারে তবে পরিচালক রায়হান রাফি যথেষ্ট চেষ্টা করেছেন। অভিনেতা শরীফুল রাজ, সিয়াম, বিদ্যা সিনহা মীমসহ অন্য অভিনেতারা ভালো অভিনয় করেছেন। মীম তাঁর নিজস্ব গন্ডীর বাইরে ভালো দক্ষতা দেখিয়েছেন। শরীফুল রাজ অসাধারণ অভিনয় করেছেন। বাইসাইকেল কিকটা অন্যরকম অনুভূতি এনে দিয়েছে। রাজাকারের অভিনয় দারুণ ছিল তবে পাকি মেজরের উর্দু ভাষার ডায়লগ খাপছাড়া মনে হয়েছে। মুভিটি অবশ্যই দেখা উচিত।