এর চেয়ে ফালতু অভিনয় আর কোনো বাংলা ভুতুড়ে সিনেমায় পেয়েছি কিনা সন্দেহ। এনা এর অভিনয় তাও সহ্য করার মত ছিলো কিন্তু শেষে যেয়ে সেটাও খেই হারিয়ে ফেলেছে। সৌমেন্দ্র আর দীপশিতার বিরক্তিকর সস্তা অভিনয় ওয়েব সিরিজ এর জন্য ঠিক আছে বড় পর্দার জন্য নয়। সিনেমাটার একটা ভালো গল্প ছিলো কিন্তু একজিকিউশন করতে পারেনি। সিনেমার লাইটিং ও খুবই বাজে ছিলো।