'কাবুলিওয়ালা' সিনেমা নিয়ে মন্তব্য করার কিছু নেই। এককথায় বলতে পারি অসাধারণ সিনেমা, মিঠুন দা র অভিনয় নিয়ে বলার কোনো জায়গা নেই, কবুল থেকে আসা এক কাবুলিওয়ালার মিঠুন চক্রবর্তী অসাধারণ ফুটিয়ে তুলেছেন দর্শকদের সামনে। ছোট্ট মিনি অনুমেঘা শিশু চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছে। এত ভালো গল্প এত ভালো সিনেমা এত ভালো ডিরেকশন প্রত্যেকের একবার অন্তত দেখা উচিত। আমি পুরানো ছবি বিশ্বাসের কাবুলিওয়ালা অনেক বার দেখেছি কিন্তু মিঠুন চক্রবর্তী অভিনীত কাবুলিওয়ালা মিঠুন চক্রবর্তী অভিনয় মনে ছাপ ফেলে দিয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কাবুলিওয়ালা গল্প রাজ্যসরকারের তরফ থেকে প্রত্যেকটি স্কুলে দেখানো উচিত ।
এটাও বলি এই সিনেমার জন্য মিঠুন চক্রবর্তী দা কে বেস্ট অক্টোর আর এক বার জাতীয় পুরস্কার অবশ্যই দেয়া উচিত। আমি রেটিং 5/5 দিলাম। 10 হলে 10/10 দিতাম।