দারুন ছবি । সবাই খুব ভালো অভিনয় করেছেন। আমি ছবিটা দেখতে গিয়ে দেখছি খুব বয়স্ক মহিলারা ও দেখতে গিয়েছেন এমন কি এমন একজন বয়স্ক পুরুষ কে দেখলাম যে সে তো একেবারে পেশেন্ট চলতে পর্যন্ত পারছেনা তবুও গিয়েছেন এখনকার দিনে । এখন তো সিনেমা দেখার কত রকমের উপায় রয়েছে বাড়ীতে বসেও। আমি ওদের কে দেখে ওটাই ভাবছি যে এনারা প্রসেনজিৎ ঋতুপর্ণা কে কতটা ভালোবাসে?