কোন সময়ে কোন ঘটনা ঘটছে সেটা বোঝা বেশ শক্ত। একই সাথে তিনটে আলাদা সময়ের গল্প বলা হচ্ছে, তার ফলে খুব মন দিয়ে না দেখলে একটা পর্যায়ে এসে পুরো ব্যাপারটাই গুলিয়ে যেতে পারে। কিছু কিছু জায়গায় অপ্রয়োজনীয় ও অবাঞ্ছনীয় নাটকীয়তা রয়েছে যেটা দেখলে চিত্রনাট্যের দুর্বলতা চোখে পড়ে। বিভিন্ন মনস্টার, এলফ এবং অন্যান্য মনুষ্যেতর জীবজন্তুর রূপায়ণে সিজিআই এর কাজ খুবই কাঁচা লেগেছে। মেক আপেরও অনেক গলদ আছে। সবমিলিয়ে পাঁচের মধ্যে তিনটে স্টার দেওয়া যেতে পারে।