Reviews and other content aren't verified by Google
খুব সুন্দর একটা ফ্যেমেলি গল্প, যেখানে একঘেয়ে ভিলেনের ফালতু ঝামেলা নেই , সবাই মিলে এক হয়ে একটা ভালো কিছু করে দেখাবার তাগিদ আছে, গল্পে যথেষ্ট স্পিড আছে, আর উর্মি খুব ভালো ফুটিয়ে তুলেছে ওর চরিত্র টা ।
সবাই খুব ভালো কাজ করছে ।
wish you all the best.