বর্তমান যুগে সততা মানুষের জীবনের সবথেকে বড়ো বাধা। আবার অন্যায় বা অপরাধ এমন একটা জিনিস, যা মানুষ একবার করা শুরু করলে ফেরার পথ পায় না। একটা অন্যায় কে লুকাতে আরেকটা অন্যায়-অপরাধ করা লাগে। দিনশেষে এসবের মাঝে পিষে ম.রে মধ্যবিত্ত নামক প্রাণী।
প্রায় ৮ ঘন্টা ৩০ মিনিটের ওয়েব সিরিজ, দেখবো দেখবো করে দেখা হচ্ছিলো না। শেষ করার পর অদ্ভুত এক অনুভূতি হচ্ছে, ফিলিং গুড টাইপ। মন বলছে, কিছু শিখেছি। মস্তিষ্ক কমতি খুজতেছে, কিন্তু পাচ্ছে না।
এটা এমন একটা ওয়েব সিরিজ, যেখানে আমি কোনো কমতি খুঁজে পাইনি। অসাধারণ কাস্টিং এবং তাদের দুর্দান্ত অভিনয়, সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক, ইউনিক গল্প, বাস্তবধর্মী উপস্থাপন, ন্যাচারাল কমেডি, এ্যাকশন, বেশ কিছু ভালো গান, থ্রিল, রোম্যান্স, ইমোশন, ভালোবাসা। আর কি লাগে একটা ভালো ওয়েব সিরিজ বানাইতে!! (ব্যক্তিগত মতামত, সবার মতামত আমার সাথে নাও মিলতে পারে).
হ্যাঁ, স্বল্প সময়ের জন্য একটা টপিক উপস্থাপন করা হয়েছিলো, সেটাকে নরমালাইজ করার চেষ্টা করা হয়েছে, যেটা আমি সমর্থন করি না।
Web Series : Tribhuvan Mishra CA Topper
runtime almost 8 hours, 30 minutes.
available on Netflix.
18+ alert.
from my side, a 'must watch' content.