ইন্সপেক্টর ঋষি অসাধারণ একটা ওয়েব সিরিজ!!!!
একটি শালীন ক্রাইম থ্রিলার। চিন্তাশীল থিম।অনবদ্য গল্প, উপজাতি, দেবদেবী এবং আচার-অনুষ্ঠান সম্পর্কে কৌতূহল জাগিয়ে তুলবে এমন একটি কাহিনি।যার মূল কাহিনি জুড়ে ছিলো ❝ভানারচি❞!!এর আকর্ষক কাহিনী থেকে শুরু করে এর দুর্দান্ত কাস্ট, এক্টিং পারফর্মেন্স যাস্ট অনবদ্য। এই ওয়েব সিরিজটি শুরু থেকে শেষ পর্যন্ত টানটান অনুভবে দেখেছি।
প্রতিটি পর্বের সাথে,, খুব সুন্দর করে ❝ভানারচি❞-র জটিলতাগুলোকে আরও গভীরে অনুসন্ধান করা, তাছাড়া, প্লটে হঠাৎ টুইস্ট এবং সিনেমাটো সাজানোর দক্ষতা বেশ দারুন ছিলো! প্রতিটি পর্ব সাসপেন্স, চক্রান্ত এবং অপ্রত্যাশিত প্রকাশের একটি রোলারকোস্টার রাইডের মতোই লেগেছে।।
এত্তো সুন্দর সিনেমাটোগ্রাফি সাথে এক একটা ভয়ঙ্কর সাউন্ডট্র্যাক ছিলো যে!!!এটা সিরিজটা দেখার সময় আমার নিখুঁতভাবে মাইন্ড সেট করে ফেলেছিলো।এটা মোট কথা,পরক্ষণে কি হবে তা জানার ক্ষুধা রেখেছে আমার মধ্যে!! এই সিরিজ দেখে এখন আমার পৌরাণিক বিষয় সম্পর্কে আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে।আশা রাখি নেক্সট মাসে আমার খপ্পড়ে কিছু পৌরাণিক ফিকশনারি বই আসতে চলেছে!!!🫠🫠🫠
সর্বশেষ এটাই বলবো ইন্সপেক্টর ঋষি একটা সু-নির্মিত অতি-প্রাকৃতিক অপরাধ/ভয়ঙ্কর থ্রিলার সিরিজ।যারা এরকম ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন অবশ্যই এটা দেখার ক্ষেত্রে সেই থ্রিলিং উপভোগ করবেন।❤️