আমার ভালো লেগেছে ট্রাডিশনাল সাউথ মুভির মত ওয়ান ম্যান আর্মি শো ছিল না। একজন রিটায়ার্ড লোক এত সক্ষমতা রাখারও কথা নয়। তাই ব্যক্তিগত শৌর্য, বুদ্ধিমত্বার সাথে সহযোগী শক্তির ব্যবহার দেখানো হয়েছে।
এক ও অদ্বিতীয় 'রজনীকান্ত' যথারীতি অনবদ্য। শুধু তার জন্যই একটি ছবি দেখা যায়। সাথে এ রকম টানটান কাহিনী থাকলে তো কথাই নেই।
শেষটা অসাধারণ হতো- যদি অর্জুন পিতার দিকে তাক করা পিস্তলটি শেষমুহুর্তে নিজের দিকে ঘুরিয়ে আত্মহত্যা করতো!