খুব অল্প কথায় বললে, বেশ ভালো। অরিন্দম শীল এর পরিচালনা আগের থেকে ভালো হয়েছে। বিক্রম ঘোষের BGM গুলো ভালো। তবে গান গুলোকে গান হিসেবে না দেখিয়ে ব্যাকগ্রাউন্ড এ চালালে ভালো লাগতো। ক্যামেরার কাজ, চিত্রনাট্য বেশ ভালো। চন্দন সেন কে আবার ভালো লাগলো। ওনাকে নিয়ে ভবিষ্যৎ এ যদি কোনো ক্রাইম থ্রিলার ভাবা যায় খারাপ হবে না। ওভারঅল ৭/১০।।