এতো সুন্দর একটি ধারাবাহিক অনেক দিন পর দেখছি। সংলাপের শব্দ চয়ন এবং অভিনয় - দুটোই অসাধারণ। কিন্তু সেই অবস্থান থেকে নামছেন কেন? শুধু ফ্ল্যাশব্যাক আর ফ্ল্যাশব্যাক!! যদি করোনার জন্য এপিসোড কম তৈরি থাকে তো সেটুকুই দেখান না। অযথা বিরক্ত উৎপাদন করে এর জনপ্রিয়তা নষ্ট করছেন কেন? এখন তো এই ধারাবাহিকটি- "এই ফ্ল্যাশব্যাক যদি না শেষ হয়" এ রূপান্তরিত হয়েছে।
আর একটি কথা। সাত্যকির দাদু, বাবা,ভাই কোথায় গেলেন? সাত্যকির বিয়ে ঠিক হচ্ছে অথচ সেই আলোচনায় ওঁরা নেই- ব্যাপারটা একটু দৃষ্টিকটু