মাননীয় মহাশয়,
রেস্তোরাঁয় যে খুনের দৃশ্য দেখানো হয়েছে সেটা তদন্তের সময় রেস্তোরাঁয় সিসিটিভি ফুটেজ কেন দেখানো হলো না জানি না কারন যে কোনো রেস্তোরাঁয় সিসিটিভি থাকবেই |
সিসিটিভি ফুটেজে টুপি ঢাকা অবস্থায় খুনীর গতিপ্রকৃতি দেখালে ভালো হতো |
যে তদন্তকারী পুলিশ < প্রসেঞ্জিত > কে এতো বড়ো পারদর্শী বলে দেখানো হলো তার এই ভুল হওয়ার কথা নয় |
কাউকে ছোটো করার কোনো উদ্দেশ্য আমার নয় | কেউ আঘাত পেলে ক্ষমা করবেন |
নমস্কার |