সুমন ঘোষ পরিচালিত 'কাবুলিওয়ালা' দেখলাম সম্প্রতি I পরিচালক যে অত্যন্ত নিষ্ঠা এবং সততার সঙ্গে এই ছবি নির্মাণ করেছেন সে বিষয়ে কোনও সন্দেহ নেই I এই সময়ে দাঁড়িয়ে তাঁর সামাজিক দায়বদ্ধতার প্রতিফলনও স্পষ্ট ভাবে দেখা গেছে এখানে I এই গল্প নিয়ে আগের হওয়া কাজগুলো মাথায় না রেখে মুক্তমনে সিনেমাটা দেখতে গিয়ে লাভবান হয়েছি I মূল চরিত্রে মিঠুন চক্রবর্তী অনবদ্য I ওঁর অভিনয় দেখলে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে I আবির চমৎকার কাজ করেছেন, তার সাথে সোহিনীও I আর ছোট্ট মিনির কোনো তুলনা নেই I বাকি প্রত্যেকটা বিভাগে সবাই সবার সেরাটা দিয়েছেন I ইন্দ্রদীপ দাশগুপ্তের গান এবং আবহ অত্যন্ত প্রশংসনীয় I কলকাতার সান্তাক্লজ 'কাবুলিওয়ালা' কে সিনেমা হলে গিয়ে দেখে ফেলুন শিগগিরই I আর হ্যাঁ, সবার ওপরে রবীন্দ্রনাথ, সে কথা ভুলবেননা যেন I