আমি সত্যি কথা ছবির ট্রেলার দেখিনি, এমনিই সিনেমা দেখার নেশায় গেছিলাম #shaitan সিনেমাটা দেখতে। সাউথের জ্যোতিকা, আর.মাধবান এবং থ্রিলার প্রেক্ষাপট ইত্যাদির ওপর ভরসা করে চলে গেছিলাম।
প্রথম থেকে শেষ অবধি আফসোসের সীমা নেই।
শুরুটা বড্ড বেশি জোর করে চাপানো হয়েছে। চরিত্রগুলো যথাযথ ভাবে ফুটে ওঠার আগেই গল্পের গরু গাছে উঠে গেল। তারপর গাছ থেকে নামতেই চাইল না। আশা ছিল শেষে আর যাইহোক সামাজিক কোনো বার্তা দেবে নিশ্চিত।
ও মা মনে হলো একটা বাচ্চা গল্প লিখেছে ও তার পয়সাওয়ালা বাবাকে বায়না করেছে তার ওপর একটা ছিনেমা বানাতে ও তার ফলাফল হলো #shaitan
No story, no social cause, presence of black magic and good acting. That's it.
টাকা ও সময় দুটোই নষ্ট করা ছাড়া আর কিচ্ছু নয়।