Reviews and other content aren't verified by Google
মামা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত, আমি স্কুলে পড়ি। মামার কাছ থেকে পড়ার অভ্যাসটা তৈরী হয়েছে। খুব আনন্দ পেতাম হযবরল এর গল্প, করিতাগুলি পড়ে। আমার ছেলেকেও এই বইটা পড়তে দিব। এটা পড়ে আনন্দ পাবে, যতদিন শুদ্ধ বাংলা ভাষা থাকে, ততোদিন।