মিঠাই সিরিয়াল টা আমার খুব পছন্দের। আর আমার ওদের ফ্যামিলি টা কে খুব ভালো লাগে। সবার অ্যাক্টিং খুব ভালো। সবাই খুব ভালো অভিনয় করে। মিঠাই সিরিয়াল টা দেখার সময় আমার মনে হয়না যে কি সিরিয়াল দেখছি মনে হয় যেন সত্যি দেখছি । মনে হয় যেন ওরা সত্যি কারের একটা ফ্যামিলি।
আমি চাই মিঠাই সিরিয়াল টা যেন এই রকমের থাকে। বেস্ট উইসেস ফ্রম মি টু হোল মিঠাই গ্রুপ।