Reviews and other content aren't verified by Google
প্রথমত, দেবদার ছবি নিয়ে কোনো কথা হবে না। তিনি দর্শকদের কাছে প্রতিবারই চমক নিয়ে হাজির হন.... এবার ও তাই "প্রধান" যার জ্যন্ত উপমা।। সত্যি বলতে অসাধারণ ছবি... বর্তমান জনসমাজের কিছুটা দিক সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এই সিনেমায়।। ❣️👌🏻✨