সিনেমাটা নিয়ে কোনো মন্তব্য করার আগে আমি জানতে চাই, Cast এর লিষ্টে বাংলার দুই বহুমুখী অভিনেতা অভিনেত্রী যথাক্রমে স্বস্তিকা ও শ্বাশত নেই কেন? বাঙালী কে চিরকাল টিপিক্যল, old Fassion এসব বলে দমিয়ে রাখার চেষ্টা আর কতদিন করবে বলিউড? করেও তো কোনো লাভ হয় না, আপনাদের সস্তা মানসিকতা-র জন্যই শুশান্তের আজ এই রকম পরিনতি হয়েছে। কোথাও না কোথাও আপনারাও দায়ী। একজন অভিনেতাকে তার প্রাপ্য মর্যাদা টুকু আপনারা দিতে জানেন না। আপনাদের লজ্জা লাগা দরকার, আপনারা অমানুষের মতো কাজ করেছেন । মানুষ হতে শিখুন, একজন শিল্পীশুধু পয়সার জন্য কাজ করে না, তাকে তার প্রাপ্য মর্যাদাটা দিতে শিখুন। মা বাবার সৎ শিক্ষার মির্যাদা রাখুন।।