সঞ্জিব মন্ডল একজন প্রতিভাবান শিল্পী তিনি ফেলে দেওয়া বাতিল জিনিস ব্যবহার করে ব্যান্ড করেন।। আমি ওনাকে চিনি। শিল্পীর ভূমিকায় পরমব্রতর অভিনয় সুন্দর। কাহিনীর ধারাবাহিকতায় খামতি আছে। সিনেমাটেগ্রাফি দারুণ। পরিচালক মোটামুটি ভালো কাজ করেছেন। শেষের চমকটা অবিশ্বাস্য মনে হলো।