অনেক দিন পর, একটা ভালো সিনেমা দেখলাম। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত ‘দাবাড়ু’ একটি অনবদ্য প্রয়াস। অনেকদিন মনে থাকবে এই সিনেমা দাদুর চরিত্র। যেটায় দীপঙ্কর দে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমার মাধ্যমে আমরাগ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের জীবনের গল্প জানতে পারি।
দ্বিতীয় অংশ অনেকটাই ইমোশনাল। সৌর বাবার চরিত্রে বেশ কিছুটা পরিবর্তন দেখি শংকর চক্রবর্তী অভিনয়ে । শিশু চরিত্রে সমদর্শী ও অর্ঘ্য, অভিনয় বেশ ভালো। দাবাড়ুর জীবনে সংঘর্ষ যেমন আছে, সেরকম আছে মিষ্টি প্রেম পর্ব। গান আছে কয়েকটা... 'ঝগড়া করি' বেশ ভালো।