যতটা বলবো কম হবে , বর্তমানের বাস্তবতা কে নিপুন ভাবে তুলে ধরেছে , Jawan ভারতের ফ্যাসিস্ট সরকারগুলোর গালে এক সপাটে চড় মারল। দেশের মিডিয়ায় এড়িয়ে যাওয়া অনেক সমস্যা পর্দায় এভাবে স্থান পাবে ভাবতে পারিনি।
বঞ্চিত গরিব, সাধারণ মানুষকে মেরে যে সরকার কর্পোরেটদের পেট ভরাতে ব্যস্ত তাদের আসল রূপ তুলে ধরা হয়েছে খুব নিপুণভাবে।
(১০/১০) সকলেই থিয়েটারে গিয়ে দেখো ভালো লাগবে❤️❤️
#iamsrk #ilovesrk #iloveatlee