আমি আগে সুস্থ ছিলাম। এই ড্রামা দেখার পর থেকে আমি পাগল হয়ে গেছি। এখন খালি দিন রাত ২৪ ঘন্টা আমি ড্রামা দেখি। খাইতে বইলে ড্রামা দেখি, পড়তে বইলে ড্রামা দেখি, রাতে না ঘুমাইয়া ড্রামা দেখি এমনকি হাগার সময়ও ড্রামা দেখি। আমি আগে সারাদিন পড়ালেখা করতাম।একদিন আমার এক বন্ধু আমাকে এই ড্রামা দেখতে বলে এরপের কিয়ের পড়ালেহা সব বাদ আমি এহন ২৪ ঘন্টা ড্রামা দেহি। আমার আশে পাশে সবাই মিলে আমাকে পাবনা পাঠাই দিছে। আমি মানসিক হাসপাতালে বসে এই রিভিউটি করছি। এই ড্রামা আমার জীবন বদলে দিয়েছে। তোমাদের যদি কাম কাইজ না থাকে তাইলে ড্রামা দেখ।কিন্তু পড়ার সময় পইরল। হাগার সময় হাইগা কইরো। নাইলে আমার মতো হইবো অবস্থা।