আচ্ছা প্রথমেই একটা বিষয় মাথায় রাখতে হবে যদি কারোর গালাগাল হজম না হয় তাহলে এই সিনেমার থেকে দূরে থাকাই শ্রেয়।
এবার আসি টাকা খরচ খরে টিকিট কেটে এই সিনেমা দেখাটা কি স্বার্থক? এক কথায় বললে হ্যাঁ, না দেখলে বরং গাঁড় মারা যাবে।
বাইশে শ্রাবনের সেই স্মৃতি বারবার মনে পরে যাবে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত আগ্রহটা ধরে রাখতে সফল এই সিনেমা। আর শেষের টুইস্টটা সত্যি ভালো লাগার মত। ছোটখাটো কিছু দৃশ্য ইগনোর করলে অবশ্যই এই সিনেমা পয়সা উসুল সিনেমা।