আগামীকাল সব ভালো হয়ে যাবে, এই আশায় আমরা নতুন স্বপ্ন দেখি। আশা নিয়ে নতুন জীবনের দিকে এগিয়ে যাই। "সূর্য" দেখলাম আজ, সেই আশার ইঙ্গিত দেয় এই ছবি৷ বিক্রম চ্যাটার্জিকে স্ক্রিনে দারুন লাগছিল, অনবদ্য অভিনয়। বাংলা ছবিতে এমন নতুন হিরো দরকার। 😍 মধুমিতা সরকার এর এমন দারুন অভিনয় এর আগে কোনো ছবিতে দেখিনি। ❤️ সাথে দর্শনা বনিকের সহজ সরল অভিনয়। বাঙালিয়ানার ছবি দেখলাম অনেক দিন পর। দূর্গা পুজো থেকে বাঙালির নানান রিচুয়ালের সাক্ষী এই ছবি। ভালো ছবি, ভালো গান, ভালো ভিজুয়াল।
A must watch film.❤️❤️