Reviews and other content aren't verified by Google
অসম্ভব সুন্দর একটা গল্প। উপস্থাপন, সংলাপ, সিন, সব মিলিয়ে ১০০ তে ১০০ পাওয়ার যোগ্য একটা সিকুয়েল। কেজিএফ পর্ব ১ এর মতই এটাও অনুপ্রেরণা দেওয়ার মতো মুভি।
K.G.F: Chapter 2
Review·1y
More options
একদিকে সাউথ ইন্ডাস্ট্রি কতো ভালো ভালো ফিল্ম উফার দিচ্ছে। সাথে কিছু মাস্টার পিচ। এই মুভিটিও তাদের একটা। যদিও আমি মনে করি beast মুভি মুক্তির জন্য আরো কিছু সময় দেওয়া প্রয়োজন ছিলো। ডায়ালগ, কন্সেপ্ট সব কিছু নতুন করার চেস্টা করা হয়েছে। কিন্তু সার্বিক দিক দয়ে তা ফুল ফিল করতে পারেনি বলে আমি মনে করি। Vijay এর অস্বাভাবিক সুন্দর অভিনয় আমরা বরাবরের মতো পেয়েছি। এবারেও কমতি নেই। Puja বিউটি কুইন। অনেক মিস্টি একটা অভিনেত্রী। এবারেও তিনি beast এ মুগ্ধতা ছরিয়েছেন। সব মিলিয়ে অভিনেতা অভিনেত্রী অনেক ভালো কিছু পেয়েছি।
Beast
Review·1y
More options
I watched it a half year ago.
I still want a second part of this wonderful series. Please🥰