আমি দুদিন আগে নকশিকাঁথা সিরিয়ালে 'শবনম ও ইকবালের' কথোপকথনের পর্বে দেখলাম যে, এরা নিজেদেরকে অসম্মানিত, বঞ্চিত, নিরাপত্তাহীনতায় ভোগা এবং নিজেদের "সংখ্যালঘু" বলে দাবি করে সংলাপ বলছে।
আপনাদের কাছে আমার প্রশ্ন হলো সমগ্র পশ্চিমবঙ্গে কি আপনাদের মনে হয় মুসলিম জাতি এখনও সংখ্যালঘু আছে??? আর দ্বিতীয়ত, আপনাদের কি মনে হয়না যে এই ধরণের সংলাপ মুসলিম সমাজকে আরোও প্রভাবিত করছে???