আজ প্রথমবারের মতন বাংলাদেশি কোন মুভির রিভিউ লিখতে যাচ্ছি। বাংলাদেশেও যে এত সুন্দর মুভি তৈরি হতে পারে এই জংলি না দেখলে বুঝতাম না । আমার জীবনের প্রথম বাংলাদেশের কোন মুভি একটা সেকেন্ডের জন্য না টেনে সম্পূর্ণ মুভিটা তিন বার দেখেছি , এবং নিজের অজান্তেই কান্না করেছি। ধন্যবাদ জানাই ছবির প্রত্যেকটা স্টার কাস্ট সহ মুভির সাথে সম্পর্কযুক্ত প্রত্যেককে , বিশেষ করে সিয়াম আহমেদ এবং নৈঋতা হাসিন রৌদ্রময়ী কে ।