ডানিশ তাইমুর কি আর বলবো, যেমন সুদর্শন তেমন তার অভিনয়। নাটকের শুরুটা ছিলো চমৎকার। কিন্তু শেষটা ভালো লাগেনি আমার কাছে। যে সুলতান চরিত্রের জন্য নাটক টা শুরুতে এতো প্রানবন্ত হয়ে উঠেছিলো সেই চরিত্রটাকে মাঝ থেকে শেষের আগ পর্যন্ত যা ইচ্ছা তাই বানিয়ে ফেললো। একজন সত্যিকার প্রেমিক কখনো খুনি হতে পারে না, তাও আবার মায়ের গর্ভে থাকা কোন শিশুকে। আবার নাটকের শেষে কিনা তাকেই আবার ফোকাস করা হইছে। আমি খুবি হতাশ।