এটি হলো জেমস হেডলি চেজ ( James Hadely Chase) এর লিখিত একটি অসাধারণ থ্রিলার।
এ কাহিনীটি টেরি রিগান ( Terrry Rigan ) নামক একজন ইলেক্ট্রিসিয়াঙ্কে কেন্দ্রভূত করে লেখা হয়েছে ।যখন টেরি শহরে নতুন আগত মিঃ ডিলেনির ( Dileny ; যিনি হলেন পারালাইযড যার ফলে হাটতে পারে না ) বাড়িতে টিভি তৈরি করতে যায় তখন সে তার স্ত্রী, গিল্ডার (Gilda) প্রেমে পড়ে । একই ভাবে গিল্ডাও তার প্রেমে পড়ে এবং তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয় ।কিন্তু তখন গিল্ডা বলে তার স্বামী বেঁচে থাকা পর্যন্ত সে তাকে ছেঁড়ে যাবে না। এজন্য টেরি রেগে গিয়ে ডিলেনির পারফেক্ট মার্ডার প্ল্যানের পরিকল্পনা করে । সে তাকে মেরে ফেললে যে তদন্ত হয় তা নিয়েই পরবর্তী কাহিনী।এ সময় অনেক সাসপেন্সও তৈরি হয়। এ নিয়ে সে যে নানা রকম ঝামেলায় পড়ে তা নিয়েই কাহিনী।
এই কাহিনীটি পড়ার সময় একজন দক্ষ পাঠকেরও প্রবর্তিতে কি হবে তা
অনুমান করতে পারবে না।পড়ার সময় সবসময় এরপর কি হবে এরপর কি হবে এমন একটা পরিবেশ সৃষ্টি হবে। এই লকডাওউন এ পরার জন্য এটি উপযুক্ত।
It is a great thriller with many turns and twists . It will be a great way to spend your time during lock down .
RATING : 9/10 (Must read)