অনেক দিন বাদে, খুব ভালো একটা সিনেমা দেখলাম। মন ভরে গেল। গল্পের প্লটে বেশ নতুনত্ব আছে। চিত্রনাট্য বেশ নিটোল, মেদহীন। স্বাভাবিক অভিনয়। ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো। এককথায় মনে রাখার মতো সিনেমা। প্রত্যেক চরিত্রের বিশ্বাস যোগ্যতা তৈরী হয়, চিত্রনাট্যের গুনে। আর যেটা উল্লেখ করতেই হবে, সম্পাদনা। খুব ভালো বর্তমান আর অতীতের ঘটনার সূুত্রর মেলবন্ধন।