মা আমার প্রিয় সিরিয়াল। বিশেষ করে প্রথম দিকটা,কিভাবে পরি হারিয়ে গিয়েছিল ,এবং তাকে খোঁজার জন্যে সবার যে প্রচেষ্টা সেতো অসাধারণ । তারপর পরির ঝিলিক হোয়ে ফিরে আসা ,এবং নিজেকে অনাথ বলে পরিচয় দিয়ে নিজেরই জায়গায় অন্য একটি মেয়ে (ফুলকি) কে রেখে নিজের মা এর চোখের জল মোছা just amazing । নিজেরই মাকে মাসী বলে ডাকতে থাকে। সে অবশ্য এ সবই সে হিরাম্মার ভয়ে করে গেছে, এসবই তো ঠিক থাকি ছিল তারপর ধীরে ধীরে সিরিয়াল তার মোড় হারাতে থাকে ঝিলক যে কিভাবে পরি থেকে দিয়ায় পরিণত হলো কিছুই বোঝা গেলো না । মানে যে কিছুদিন আগ পরির কথা মনে করতো সেই কিনা তারপর ছোটো দিয়ার কথা মনেকরতে শুরু করলো মনে যাকে সবাই পরি বলে জানত সে নাকি দিয়া। মানে সিরিয়াল বর করার নামে পরিচালক ভুলেই গেছে কখন কি দেখিয়েছেন,এদিকে আবার ঝিলিকর বিয়ে অংশুর সাথে না করিয়ে রাজের সাথে করিয়ে দিলেন। I can't support this....….