্রআমি একজন নিয়মিত এই অনুরাগের ছোয়া সিরিয়াল দেখার লোক । নাম আর সিরিয়াল এক না । এর থেকে পচা বাজে সিরিয়াল হয় না । আর এটা এই বাংলার মানুষ ভাল করেই বুঝছে । যে সিরিয়ালে মানুষের মনে খারাপ প্রভাব পড়ে , মাথা ব্যাথ্যা করে থাদের কথা আর অভিনয় দেখলে বকা বাজি করতে মন চায় । প্রত্যেকটা পাঠ ই বাজে ভাবে উপস্থাপনা করেছে । কেন পরিচালক এমন সিরিয়াল বানাবে । এখানে বাচ্ছাদের কে অমানবিক ভাবে কষ্ট দিচ্ছে । কিন্তু কেন ? আমাদের সমাজ এই সিরিয়াল দেখে কি শিখবে বলেন । খারাপ ছাড়া আর কিচ্ছু না । মিসকা কে এমণ ভাবে উপস্থাপনা করেছে যে আর কোনো দিন আমাদের সমাজ তার বাচ্ছার নাম মিসকা রাখবে না । খারাপ চরিত্র নিয়ে অভিনয় করে বলে । এই সিরিয়াল সমাজ এবং দেশের ক্ষতির কারন তাই এই সিরিয়াল চিরতরে বন্ধ করা দরকার । আর না হয় পরিচালক আর অভিনেত্রীরা মিলে এই সিরিয়াল দেখুক ।