বহুদিন পর একটা সুন্দর ছবি দেখলাম ৷ মন ভরে গেল। এত সুন্দর একটা ছবি উপহার দেওয়ার জন্য পরিচালকদ্বয় শৈবাল ব্যানার্জী ও লীনা গাঙ্গুলীকে অজস্র ধন্যবাদ ৷ যারা এ ছবিতে অভিনয় করেছেন তাদের সকলের সুঅভিনয়ে, চিত্রনাট্যের নিবীর বুননে ও পরিচালনার মুন্সিয়ানায় এই ছবি আসমান্য হয়ে উঠেছে ৷ সেইসঙ্গে এত সুন্দর এটা ছবি প্রযোজনা করার জন্য অভিনেতা দেবকেও ধন্যবাদ জানাই । কেননা ভালো ও রুচিসম্মত ছবির জন্য প্রযোজেক পাওয়াও কঠিন ৷