এই চলচ্চিত্র কে মাপবার ক্ষমতা আমার নেই। একজন সৃজনশীল মানুষ দূর্বল হয়ে পড়লে কি হতে পারে তাই দেখলাম এবং মনে থাকবে।
"পাখিরা বুঝি মাইনে পায়?
মেঘেরা বুঝি অফিস যায় রোজ?
হাওয়ার বুঝি ব্যবসা আছে কোনো?
নদীরা বুঝি চুক্তি হলে তবেই করে সমুদ্রের খোঁজ?
ঝর্না বুঝি বিকোয় কখনো?
দূরের দেশে শব্দ হয়,
শব্দ ভেসে আসে,
মুদ্রাহীন সেই রঙ্গীন।
শব্দ ভেসে আসে, যেমন পাখি, যেমন নদী, যেমন মেঘ, সমুদ্র, হাওয়া, তেমনি কিছু মানুষ জানে, তাদের ডাক,
শব্দ করে চাওয়া, মুদ্রহিন, সেই রঙ্গীন শব্দ ভেসে আসে। "