আমরা যারা সন্তু আর কাকাবাবুর ভক্ত তাদেরকে সন্তুষ্ট করা সৃজিতের পক্ষে কষ্টসাধ্য। তবে তার এই প্রচেষ্টা প্রসংশনীয়। প্রসেনজিতের লুক খুবই চমৎকার হয়েছে, খুড়িয়ে হাঁটার দৃশ্যগুলোতে কেবল বেমানান। ব্যাকগ্রাউন্ড স্কোরও চমৎকার। কেবলমাত্র, সন্তুর প্রেম আর সিদ্ধার্থ-স্লিগ্ধা-রিনি-দের ন্যাকামি-ভাঁড়ামি বিরক্তিকর।
বাইদ্যাওয়ে, সৃজিতের কাছে প্রশ্ন, দিল্লীর হাসপাতালগুলোতে কি জামাকাপড়ের উপর দিয়েই ব্যান্ডেজ করে নাকি?