অসাধারণ "প্রধান" চলচ্চিত্রটি....আমাদের দেশে দীপক প্রধান এর মত পুলিশ অফিসার খুব দরকার যে সমস্ত বেআইনি কাজ থেকে সবাই কে রক্ষা করবে....আর আমরা এই রকম পুলিশ অফিসারের কাছে গিয়ে যেন নির্বিঘ্নে বিচার পেতে পারি......বাকি অভিনেতা অভিনেত্রীদের ও অভিনয় খুব ভালো লেগেছে।